আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।
চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককেও রাখা হয়নি স্কোয়াডে। পেসার রিপন মন্ডলও এই দলে সুযোগ পাননি।
বিসিবির নির্বাচকরা ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার ও তিনজন বিশেষজ্ঞ স্পিনার রাখেন।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ভেন্যুতে লিটন দাসের দল ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মুম্বাইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম।
শু/সবা
























