১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীত আসছে, ভ্রমণে যাবেন?

বাংলাদেশে শীত মৌসুম আসলেই মানুষ ঘোরাঘুরি করার জন্য বের হন বা এটাকে বেড়ানোর আদর্শ সময় হিসেবে ধরে নেন। অবশ্য শীতের আবহাওয়া ভ্রমণের জন্য আসলেই ভালো। অন্যদিকে শীতে ছেলেমেয়েদের স্কুল-কলেজ বন্ধ থাকে। সব মিলিয়ে শীত মানেই বেড়ানোর সময়। সেজন্য এরই মধ্যে এ শীতে কোথায় ঘুরতে যাওয় যায় তা নিয়ে অনেকেই অনেকরকম পরিকল্পনা করছেন নিশ্চয়ই। তবে কোথায় যাবেন তার চেয়ে জরুরি হলো ভ্রমণ প্রস্তুতি। ভ্রমণের আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দদায়ক হবে। অবশ্য কিছু কৌশল মানলে ভ্রমণ হবে দারুণ। আসুন
জেনে নিই তেমন কিছু কৌশল।

ভ্রমণে যাওয়ার আগে যা করবেন :
কখন কোন হোটেলে থাকছেন, সে ব্যাপারে বাসার লোকদের জানিয়ে রাখবেন। সেখানের ফোন নম্বরটাও দিয়ে রাখবেন। ভ্রমনের সময় গাড়ির নম্বরটাও সেভ করে রাখবেন এবং পরিচিত কাউকে জানিয়ে রাখবেন। আর যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার জরুরি ফোন নম্বার এবং লোকেশন সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে নিন। কোথাও গেলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে রাখবেন।
অনেক হোটেলেই এনআইডি কপি ছাড়া রুম বুক দেয়া হয় না। প্রয়োজনে এনআইডির একাধিক ফটোকপি সঙ্গে রাখুন।
ভ্রমণ সব সময় নির্ভেজাল, ঝামেলাহীন হবে সেটা ভেবে বসে থাকবেন না। আপনি না চাইলেও অনাকাঙ্খিত ঝামেলা সামনে আসতে পারে। সেগুলো সামলানোর প্রাথমিক প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখবেন। বেড়াতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে খোঁজ নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি
নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন।
ভ্রমণে সারাদিন কী কী করবেন তার একটি পরিকল্পনা করুন। তাতে সারাদিনে সময় কিছু বাঁচবে। সব পরিস্থিতির জন্য আপনি প্রস্তুত থাকতে পারবেন। আর ভ্রমণের খরচ বাঁচানোর সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে গ্রæপ বা দলবদ্ধ হয়ে ভ্রমণে যেতে পারেন।
ভ্রমণে গাড়ি নিয়ে গেলে সাবধান। কোথায় গাড়ি পার্ক করবেন সেই ব্যাপারে একটু সতর্ক হোন। ট্যুরিস্টের গাড়ি চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকি একটু
বেশিই থাকে। আর নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে আগে সমস্যা আছে কিনা দেখে নিন। অতিরিক্ত চাকা বা এক্সেসরিজ সঙ্গে রাখুন।
যাওয়ার আগে আপনার ত্বক আর শরীর নিয়েও একটু ভাবুন। ঠান্ডা বলে যে সানস্ক্রিন সঙ্গে নেবেন না, তা নয়। রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন আপনার
প্রয়োজন। শীতের রোদেও আমাদের ত্বকের সমান ক্ষতি হয়। সানস্ক্রিন শীতেও নিতে হবে। সঙ্গে বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন।
বেড়াতে যাওয়ার আগে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ভালোভাবে পড়ুন। যেখানে যাবেন সেই জায়গা সম্বন্ধে খোঁজখবর নেবেন। সেখানকার আবহাওয়া সম্পর্কে
ভালোভাবে জানুন। থাকার হোটেল বা রিসোর্ট নির্বাচন করে আগে থেকে বুকিং দিন। ভ্রমণের সময় চাকাযুক্ত ট্রলিব্যাগ ব্যবহার করুন। একটি কাগজে
নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে লাগেজের ভেতর রেখে দিন।
চাইলে ট্যুর গাইডের সাহায্য নিতে পারেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের সব ব্যবস্থা করলে আগেভাগেই সব খোঁজখবর নিয়ে রাখুন। আর বাড়ি খালি রেখে গেলে অবশ্যই নিজ দায়িত্বে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বের হবেন।

যেসব বিষয়ে সতর্ক থাকবেন :
যানবাহন থেকে নামার সময় কোনো মালপত্র ফেলে গেলেন কি না সেদিকে খেয়াল রাখুন। নামার সময় তাড়াহুড়া করবেন না। মানিব্যাগ, ক্রেডিট কার্ড সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্য জায়গায় রাখবেন।
একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। তখন ব্যাগ হারিয়ে গেলে কেউ পেয়ে থাকলে আবার ফিরে পাওয়ার পাবার সম্ভাবনা থাকবে।
ভ্রমণে বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন। খোলামেলা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না খাওয়াই ভালো। ডায়রিয়া, বমি হলে স্যালাইন খান বেশি করে। মাথায় স্কার্ফ ব্যবহার করুন, এতে চুল ও ত্বক রুক্ষ হওয়া থেকে রক্ষা পাবে। পরিমিত খাবার খাবেন।
সন্ধ্যার পর অথবা বেশি রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকবেন না। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ করতে গেলে। আর অবশ্যই শিশুদের দিকে লক্ষ্য রাখবেন। ভ্রমণের সময়ে অপরিচিত লোকদের ব্যাপারে খুবই সতর্ক থাকুন।

 

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

শীত আসছে, ভ্রমণে যাবেন?

আপডেট সময় : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

বাংলাদেশে শীত মৌসুম আসলেই মানুষ ঘোরাঘুরি করার জন্য বের হন বা এটাকে বেড়ানোর আদর্শ সময় হিসেবে ধরে নেন। অবশ্য শীতের আবহাওয়া ভ্রমণের জন্য আসলেই ভালো। অন্যদিকে শীতে ছেলেমেয়েদের স্কুল-কলেজ বন্ধ থাকে। সব মিলিয়ে শীত মানেই বেড়ানোর সময়। সেজন্য এরই মধ্যে এ শীতে কোথায় ঘুরতে যাওয় যায় তা নিয়ে অনেকেই অনেকরকম পরিকল্পনা করছেন নিশ্চয়ই। তবে কোথায় যাবেন তার চেয়ে জরুরি হলো ভ্রমণ প্রস্তুতি। ভ্রমণের আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দদায়ক হবে। অবশ্য কিছু কৌশল মানলে ভ্রমণ হবে দারুণ। আসুন
জেনে নিই তেমন কিছু কৌশল।

ভ্রমণে যাওয়ার আগে যা করবেন :
কখন কোন হোটেলে থাকছেন, সে ব্যাপারে বাসার লোকদের জানিয়ে রাখবেন। সেখানের ফোন নম্বরটাও দিয়ে রাখবেন। ভ্রমনের সময় গাড়ির নম্বরটাও সেভ করে রাখবেন এবং পরিচিত কাউকে জানিয়ে রাখবেন। আর যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার জরুরি ফোন নম্বার এবং লোকেশন সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে নিন। কোথাও গেলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে রাখবেন।
অনেক হোটেলেই এনআইডি কপি ছাড়া রুম বুক দেয়া হয় না। প্রয়োজনে এনআইডির একাধিক ফটোকপি সঙ্গে রাখুন।
ভ্রমণ সব সময় নির্ভেজাল, ঝামেলাহীন হবে সেটা ভেবে বসে থাকবেন না। আপনি না চাইলেও অনাকাঙ্খিত ঝামেলা সামনে আসতে পারে। সেগুলো সামলানোর প্রাথমিক প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখবেন। বেড়াতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে খোঁজ নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি
নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন।
ভ্রমণে সারাদিন কী কী করবেন তার একটি পরিকল্পনা করুন। তাতে সারাদিনে সময় কিছু বাঁচবে। সব পরিস্থিতির জন্য আপনি প্রস্তুত থাকতে পারবেন। আর ভ্রমণের খরচ বাঁচানোর সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে গ্রæপ বা দলবদ্ধ হয়ে ভ্রমণে যেতে পারেন।
ভ্রমণে গাড়ি নিয়ে গেলে সাবধান। কোথায় গাড়ি পার্ক করবেন সেই ব্যাপারে একটু সতর্ক হোন। ট্যুরিস্টের গাড়ি চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকি একটু
বেশিই থাকে। আর নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে আগে সমস্যা আছে কিনা দেখে নিন। অতিরিক্ত চাকা বা এক্সেসরিজ সঙ্গে রাখুন।
যাওয়ার আগে আপনার ত্বক আর শরীর নিয়েও একটু ভাবুন। ঠান্ডা বলে যে সানস্ক্রিন সঙ্গে নেবেন না, তা নয়। রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন আপনার
প্রয়োজন। শীতের রোদেও আমাদের ত্বকের সমান ক্ষতি হয়। সানস্ক্রিন শীতেও নিতে হবে। সঙ্গে বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন।
বেড়াতে যাওয়ার আগে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ভালোভাবে পড়ুন। যেখানে যাবেন সেই জায়গা সম্বন্ধে খোঁজখবর নেবেন। সেখানকার আবহাওয়া সম্পর্কে
ভালোভাবে জানুন। থাকার হোটেল বা রিসোর্ট নির্বাচন করে আগে থেকে বুকিং দিন। ভ্রমণের সময় চাকাযুক্ত ট্রলিব্যাগ ব্যবহার করুন। একটি কাগজে
নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে লাগেজের ভেতর রেখে দিন।
চাইলে ট্যুর গাইডের সাহায্য নিতে পারেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের সব ব্যবস্থা করলে আগেভাগেই সব খোঁজখবর নিয়ে রাখুন। আর বাড়ি খালি রেখে গেলে অবশ্যই নিজ দায়িত্বে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বের হবেন।

যেসব বিষয়ে সতর্ক থাকবেন :
যানবাহন থেকে নামার সময় কোনো মালপত্র ফেলে গেলেন কি না সেদিকে খেয়াল রাখুন। নামার সময় তাড়াহুড়া করবেন না। মানিব্যাগ, ক্রেডিট কার্ড সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্য জায়গায় রাখবেন।
একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। তখন ব্যাগ হারিয়ে গেলে কেউ পেয়ে থাকলে আবার ফিরে পাওয়ার পাবার সম্ভাবনা থাকবে।
ভ্রমণে বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন। খোলামেলা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না খাওয়াই ভালো। ডায়রিয়া, বমি হলে স্যালাইন খান বেশি করে। মাথায় স্কার্ফ ব্যবহার করুন, এতে চুল ও ত্বক রুক্ষ হওয়া থেকে রক্ষা পাবে। পরিমিত খাবার খাবেন।
সন্ধ্যার পর অথবা বেশি রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকবেন না। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ করতে গেলে। আর অবশ্যই শিশুদের দিকে লক্ষ্য রাখবেন। ভ্রমণের সময়ে অপরিচিত লোকদের ব্যাপারে খুবই সতর্ক থাকুন।