সিরাজগঞ্জ প্রতিনিধি
স্বাধীনতার ৫২ বছর সিরাজগঞ্জের কামারখন্দে পলাশডাঙ্গা যুবশিবির মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (০১ নভেম্বর) সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন
করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
পলাশডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমাল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লত মুন্না, জেলা প্রশাসক মীর মাহবুর রহমান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা, সাবেক জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অন্যতম প্রতিরোধ বাহিনী ছিলো ‘পলাশডাঙ্গা যুব শিবির’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের ৬ জুন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা কামারখন্দের মধ্য ভদ্রঘাট জাহাঙ্গালিয়াগাঁতী এলাকায় গড়ে তোলেন ‘পলাশডাঙ্গা যুবশিবির’। এ সংগঠনে যোগ দেন সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া অঞ্চলের দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা। এ সংগঠনটির ৪৬৯ জন স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।






















