মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নড়াইল-২ আসনে দুই সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাসহ মোট ৯জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু মনোনয়নপত্রের সাথে দেয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গড়মিল ও ফরম পূরণ না করা এবং মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেক সতন্ত্র প্রার্থী মো. নূর ইসলামের দেয়া ভোটারদের তালিকায়ও গরমিল পাওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। এদিকে মনোনয়নপত্রে দেয়া সকল তথ্য সঠিক থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ।










