হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি
সারাদেশের মতো খাগড়াছড়িতেও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার মহিলা বিষয়ক অধিদপ্তর, খাগড়াছড়ির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুক্তাধর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর, খাগড়াছড়ির উপ-পরিচালক সুস্মিতা খীসা।
এসময় বিভিন্ন ক্যাটাগরীতে ৪ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক, সনদ প্রদান ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।
সংবর্ধনা পেয়ে “জয়িতা” নারীরা বলেন শত বাঁধা পেড়িয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।

























