গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘৌড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই টাঙ্গাইলের সখিপুর উপজেলার ডাবাইল পাড়া স্টুডেন্ট এসোসিয়েশন ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়েছে। ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। উৎসবমূখর পরিবেশে ঘৌড় দৌড় দেখতে আশা দর্শকেরা আনন্দিত।
বুধবার বিকেলে উপজেলার গজারিয়া বাইদ ইউনিয়নের ডাবাইলপাড়া একালায় এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় সিলেট সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশত ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১০ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলাটি পাচ ধাপে পরিচালনা করা হয়েছে, তিনটি ধাপে কদম দৌড় প্রতিযোগিতা এবং পরের দুটি ধাপে দাপট দৌড় প্রতিযোগিতা হয়েছে। প্রতি ধাপে ৮ টি করে ঘোড়া অংশগ্রহণ করে।
কদম দৌড় প্রতিযোগিতায় প্রথম ধাপে প্রথম স্থান অধিকার করেছেন সুমন, ডাবাইলপাড়া, দ্বিতীয় স্থান অধিকার করেছেন শুভ, জয়না বাজার। তৃতীয় স্থান অধিকার করেছেন বাবু, ঘাটাইল।
দ্বিতীয় ধাপে প্রথম স্থান অধিকার করেছেন আরশেক, মানিকগঞ্জ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সালাম, নসিরপুর এবং তৃতীয় স্থান অধিকার করেছেন খালেক, মাদারগঞ্জ।
তৃতীয় ধাপে প্রথম স্থান অধিকার করেছেন টুটুল, মানিকগঞ্জ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইসমাইল ঘাটাইল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মজিবর, কালমেঘা।
দাপট দৌড় প্রতিযোগিতায় প্রথম ধাপে প্রথম স্থান অধিকার করেছেন ইসমাইল, ঘাটাইল। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুমন, ডাবাইলপাড়া। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল খালেক, জামালপুর।
দ্বিতীয় ধাপে প্রথম স্থান অধিকার করেছেন কবির, টক্কারমোড়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিয়াম, বহুরিয়া। তৃতীয় স্থান অধিকার করেছেন সাইফুল দরজি, সরিষাবাড়ি।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি।
ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে আশা দর্শকেরা বলেন কালের বিবর্তনে হারিয়ে গেছে এ ঐতিহ্যবাহী খেলা বহু বছর পর এমন আয়োজন দেখতে পেরে খুব ভালো লাগছে প্রতিবছর এমন আয়োজন চান তারা।
আয়োজক কমিটির সভাপতি মারুফ হাসান জানান নতুন প্রজন্মদের ঘোড়দৌড় সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এবং ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে টানা তিন বছর ধরে এমন আয়োজন করা হচ্ছে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
এতে সভাপতিত্ব করেন মাওলানা মো: সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: সিরাজুল ইসলাম, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মো: অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।




















