এবার বখাটে ছেলেদের ছুরিকাঘাতের স্বীকার হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী।
জানা যায়, আজ ১৪ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে জেলা শহরের হরিদাশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আহসান উল্লাহ ব্রিজের পাশ দিয়ে চলাফেরা করছিলেন। তখন হঠাৎ করে কিছু বখাটে যুবক তার কাছে আসে৷ এবং হঠাৎ করে তার হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলে আহসান জ্ঞান হারায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেলা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সরেজমিনে দেখা যায়, ছুরিকাঘাতের পর ভুক্তভোগীর শরীরে ১২টি সেলাই করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি শুনেছি। এবং সাথে সাথে ওসির সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে আমরাও খোঁজ খবর রাখছি। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এ বিষয় গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিচুর রহমান দৈনিক সবুজ বাংলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাই ঘটনাস্থলে এবং হসপিটালে অফিসার পাঠিয়েছি। এটা যে বা যারা করুক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।


























