০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বছরের শেষ অফারে কম বাজেটে ভিভোর ফোন

শীতের আমেজে দারাজে গ্রান্ড সেল অফার নিয়ে হাজির ভিভো। বছরের শেষে আয়োজিত দারাজ ১২.১২ ক্যাম্পেইনটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ভিভোর বেশ কিছু স্মার্টফোনে মিলবে এ অফারে। সর্বোচ্চ ১১ শতাংশ ডিসকাউন্টে মাত্র ১০,৬৬৯ টাকায় পাওয়া যাবে ভিভো ওয়াই০২এ (৩জিবি/৩২জিবি)। পাশাপাশি ওয়াই সিরিজের ওয়াই১৭এস, ওয়াই২৭, ওয়াই০২, ওয়াই২২ স্মার্টফোনে পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়। ভি সিরিজের সম্প্রতি যাত্রা শুরু করা ভিভো ভি২৯ই এর (৮জিবি/২৫৬জিবি) ভেরিয়েন্টটিতেও মিলবে আকর্ষণীয় অফার। থাকছে ৬ মাসের ইন্সট্রলমেন্টের সুবিধা। এছাড়া অনলাইন পেমেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধার পাশাপাশি মিলবে ভিভোর রিয়েল ব্র্যান্ড ওয়্যারেন্টি।
ভিভো প্রসঙ্গে : ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ^মানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো, এ ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ^জুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

বছরের শেষ অফারে কম বাজেটে ভিভোর ফোন

আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

শীতের আমেজে দারাজে গ্রান্ড সেল অফার নিয়ে হাজির ভিভো। বছরের শেষে আয়োজিত দারাজ ১২.১২ ক্যাম্পেইনটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ভিভোর বেশ কিছু স্মার্টফোনে মিলবে এ অফারে। সর্বোচ্চ ১১ শতাংশ ডিসকাউন্টে মাত্র ১০,৬৬৯ টাকায় পাওয়া যাবে ভিভো ওয়াই০২এ (৩জিবি/৩২জিবি)। পাশাপাশি ওয়াই সিরিজের ওয়াই১৭এস, ওয়াই২৭, ওয়াই০২, ওয়াই২২ স্মার্টফোনে পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়। ভি সিরিজের সম্প্রতি যাত্রা শুরু করা ভিভো ভি২৯ই এর (৮জিবি/২৫৬জিবি) ভেরিয়েন্টটিতেও মিলবে আকর্ষণীয় অফার। থাকছে ৬ মাসের ইন্সট্রলমেন্টের সুবিধা। এছাড়া অনলাইন পেমেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধার পাশাপাশি মিলবে ভিভোর রিয়েল ব্র্যান্ড ওয়্যারেন্টি।
ভিভো প্রসঙ্গে : ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ^মানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো, এ ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ^জুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।