ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কন্দ্রেরে পায়রা চত্বরে আজ (১৫ ডিসেম্বর) ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্পীসমাজ’ এর দেশব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠতি হয়ছে। একই সঙ্গে ও চারুকলা প্রদর্শনীরও উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের আহবায়ক শিল্পী বীরমুক্তিযোদ্ধা আবুল বারক আলভির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেয়া হয়। এর পরে ক্যানভাসে স্বাক্ষরের মধ্য দিয়ে প্রদর্শণীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বা বিচ্ছু জালাল, বীরমুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, বীরমুক্তিযোদ্ধা তসলিম হেলাল, বীরমুক্তিযোদ্ধা দেওয়ান কামাল, বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দোহা ও অনুষ্ঠানের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সিতেশ চন্দ্র বাছার। এ সময় সারা দেশ থেকে আসা বিভাগীয় পর্যায়ের শিল্পী, শিল্পানুরাগী ও সাম্রাজ্যবিরোধী মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দেশের চারটি বিভাগীয় শহরে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্পীসমাজ’ এর ব্যানারে চিত্রকলা অংকণ, প্রদশর্ণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেসব শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে এ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করে সংগীত পরিবেশন করেন টুটুল ভট্টাচায ও আখি ভট্টাচায।
আলোচনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলাম, দেশ-মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনতে। দেশের প্রয়োজনে আবার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নেমেছি, এ যুদ্ধ চলবে। তারা বলেন, চাপিয়ে দেয়া শাসনের অবসান ঘটাতে ব্রিটিশ ও পাকিস্তানী হানাদারদের তারিয়েছি। যারাই মোড়ল গিড়ি করতে আসবে তাদের জায়গা হবে না এ স্বাধীন দেশে।
‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্পীসমাজ’ এর এ প্রদর্শনী চলবে শনিবার ১৬ ডিসেম্বর পর্যন্ত।
শিরোনাম
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্পীসমাজ-এর প্রর্দশনীর উদ্বােধন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- ।
- 91
জনপ্রিয় সংবাদ





















