১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আচারণবিধি লঙ্ঘনে জরিমানা কর্মীদের খাবার গেলে এতিখানায় 

মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র ও লাঙ্গল প্রতীকের দুই কর্মীকে ১২ হাজার জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সহাকরী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো.ফয়েজ উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।

দন্ডিত জুয়েল রানা স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের (ঈগল প্রতীক) কর্মী এবং আব্দুল জলিল জাতীয় পার্টির জহিরুল আলম রুবেলের (লাঙ্গল প্রতীক) কর্মী।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়, শনিবার দুপুরে দৌলতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার নামে মানিকগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির জহিরুল আলম নুবেলের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসা প্রায় ২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের জন্য খিচুরি রান্না করা হয়। পরে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থীর কর্মী আব্দুল জলিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে শনিবার সকালে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের কর্মী জুয়েল রানাসহ কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার এবং স্বতন্ত্রপ্রার্থীর ছবি সম্বলতি টি-শার্ট পরে প্রার্থীর পক্ষে শোডাউন দিয়ে ভোট যাচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়েল রানাকে ২ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়।

আদালতের বিচারক মো.ফয়েজ উদ্দিন আহমেদ জানান,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আইনশৃঙ্খলাসহ আরচারণবিধি রক্ষায় কাজ করবে প্রশাসন। ভ্রাম্যমান আদালতে পুলিশ ও বিজিবির সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

আচারণবিধি লঙ্ঘনে জরিমানা কর্মীদের খাবার গেলে এতিখানায় 

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র ও লাঙ্গল প্রতীকের দুই কর্মীকে ১২ হাজার জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সহাকরী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো.ফয়েজ উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।

দন্ডিত জুয়েল রানা স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের (ঈগল প্রতীক) কর্মী এবং আব্দুল জলিল জাতীয় পার্টির জহিরুল আলম রুবেলের (লাঙ্গল প্রতীক) কর্মী।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়, শনিবার দুপুরে দৌলতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার নামে মানিকগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির জহিরুল আলম নুবেলের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসা প্রায় ২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের জন্য খিচুরি রান্না করা হয়। পরে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থীর কর্মী আব্দুল জলিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে শনিবার সকালে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের কর্মী জুয়েল রানাসহ কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার এবং স্বতন্ত্রপ্রার্থীর ছবি সম্বলতি টি-শার্ট পরে প্রার্থীর পক্ষে শোডাউন দিয়ে ভোট যাচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়েল রানাকে ২ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়।

আদালতের বিচারক মো.ফয়েজ উদ্দিন আহমেদ জানান,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আইনশৃঙ্খলাসহ আরচারণবিধি রক্ষায় কাজ করবে প্রশাসন। ভ্রাম্যমান আদালতে পুলিশ ও বিজিবির সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন।