বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাঁঠালিয়ায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, যে পুলিশ বাহিনীর ক্ষমতায় এই সরকার টিকে আছে সেই পুলিশ বাহিনীই এই সরকারের হাতে হাতকড়া পরিয়ে ক্ষমতা থেকে নামাবে। সরকারের পতনের আর দেরি নেই। ২০২৪ সালেই এই সরকারের পতন ঘটবে।
গতকাল রবিবার (১জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ করা হয়েছে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। সেই হিসাবে প্রতি বছর ১ জানুয়ারি এই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।
তিনি আরও বলেন, আন্দোলন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আদায় করা হবে। আন্দোলন চলছে চলবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আদায় না হওয়া পর্যন্ত।
উপজেলা ছাত্রদল নেতা মো. হেলাল জমাদ্দারের সভাপতিত্বে ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, সিয়াম হোসাইন তালুকদার, আরিফ খান, প্রিন্স মিয়া, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।























