বিশিষ্ট শিল্পপতি আলহাজ শেখ আফিল উদ্দিন। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা আকিজ উদ্দিনের সন্তান তিনি। যশোর-১ শার্শা আসনের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় ভোটযুদ্ধে গত দেড় দশক ধরে অপ্রতিদ্বন্দ্বী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয় পেয়ে টানা ৪ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ শেখ আফিল উদ্দিন। তিনি পেয়েছেন ১লাখ ৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ১৯ হাজার ৪৭৭ ভোট ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট।
জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০০১ সালে প্রথম দলীয় মনোনয়ন তুলে দেন শেখ আফিল উদ্দিনের হাতে। সেবার তিনি পরাজিত হন। এরপর ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন তিনি। শার্শার উন্নয়নে তিনি ব্যাপকভাবে ভূমিকা রাখেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ৯৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে তিনি প্রথমবার জয়ী হন। এরপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ১১ হাজার ৪৪৩ তৃতীয় বারের মতো সংসদ সদস্যের জয় পান। ২০২৪ সালের নির্বাচনে জয় পেয়ে তিনি টানা ৪ বারের মতো সংসদ সদস্য হলেন শেখ আফিল উদ্দিন।
শিরোনাম
টানা চতুর্থবারের এমপি শেখ আফিল উদ্দিন
-
যশোর প্রতিনিধি - আপডেট সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- ।
- 85
জনপ্রিয় সংবাদ

























