আবুল কালাম প্রামানিক। বয়স তার ১০৫। স্ত্রী- পাঁচ সন্তান নিয়ে সংসার তার।
অভাবের তারনায় একাত্তরে নিজ জন্মস্থান ফরিদপুর ছেড়ে নওগাঁ জেলার আত্রাই
উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে চলে আসেন মৃত মোজাহার প্রামানিক এর
ছেলে আবুল কালাম প্রামানিক। কিন্তু সেখানেও অভাব তাকে মুক্তি দেয়নি।
বিভিন্ন দিনমজুরের কাজ করে সংসারের অভাব মেটাতেন। সেখানে প্রথম স্ত্রী ও
বড় ছেলে মারা যায়। এরপর সেখান থেকে চলে আসেন রাজশাহী জেলার বাগমারা
উপজেলার মাড়িয়া ইউনিয়নের নিমপাড়া গ্রামে। সেখানে এসে তিনি আরেকটি
বিয়ে করেন। বর্তমানে ঠাঁই হয়েছে নিমপাড়ার পাশর্^বতি যাত্রাগাছি
দিঘীরপাড়ের সরকারের আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত একটি বাড়িতে।
এই বৃদ্ধ বয়সেও সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। দেয়ালে পিঠ
ঠেকে গেছে তার। পাঁচ ছেলেও থাকে অভাব অনটনে। ছেলেরা নিজ নিজ সংসার
নিয়ে ব্যস্ত থাকায় অসহায় হয়ে পড়ে আবুল কালাম। বর্তমানে এই বৃদ্ধ বয়সেও দু’
মুঠো খাবারের জন্য কোথাও হাত না পেতে চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধ। আশ্রয়ন
পকল্পের বরাদ্দকৃত বাড়ির আশ-পাশে নিজেদের খাবারের চাহিদা মেটাতে শাক-শবজি
ও ফল-ফলাদি চাষ করে থাকেন।
আবুল কালামের আশ্রয়ন প্রকল্পের বাড়িতে গিয়ে দেখা যায়, তার আয়ের কোন পথ
না থাকায়, দিঘীরপাড় ঘেষে পরিবারের খাবারের জন্য নানা শাক-শবজির চাষ করেছেন।
লালশাক, পুঁইশাক, পালং শাক, টমেটো, বেগুন, মরিচ, পেঁপেসহ নানা শাক-শবজি
চাষ করেছেন। পাশে কিছু জমিতে কলাগাছ, পেয়ারা চারা লাগিয়েছেন তিনি।
কিছু জায়গাসহ বিভিন্ন বিজ, চারা, সার সরকারি পৃষ্টপোষকতা পেলে তিনি
পরিবারের চাহিদা মিটিয়ে শাক-শবজি ও ফল-ফলাদি বাজারজাত করতে পারতেন বলে
জানান আবুল কালাম।
আবুল কালাম সবুজ বাংলাকে বলেন, এই সময়ে মনে হচ্ছে আর টিকে থাকা হবে
না। তিনি বলেন, দ্রব্যমূল্যর দাম যেভাবে বাড়ছে এতে সংসার চালাতে প্রতিনিয়ত
জীবনের সঙ্গে যুদ্ধ করছি। এই বয়সে এতো কষ্ট সহ্য করতে পারি না। গ্রামে
গ্রামে ঘুরে কিছু একটা কিছু করবো সেই সুযোগও নেই। আর্থিক
সংকটের কারণে স্ত্রীসহ নিজের ওষুধ-পানি ক্রয় করতে পারিনা।
এ সময় তিনি বলেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় অনেক খাবার খাওয়া ছেড়ে
দিয়েছি। ঈদে গরুর মাংস খেয়েছি এরপর আর খাওয়া হয়নি। ডিমের দাম একটু
নাগালের মধ্যে ছিল সেটিও বাদ দিতে হয়েছে। কম দামের শাক-সবজি খেয়ে দিন
পার করতে হচ্ছে। কোনো পুষ্টিকর খাবার খেতে পারছি না। এমন সংকটে দিন পার
করা সত্যিই কষ্টকর।
শিরোনাম
জীবন যুদ্ধে ১০৫ বছরের বৃদ্ধ
-
মঈন খাঁন, রাজশাহী ব্যুরো - আপডেট সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- ।
- 119
জনপ্রিয় সংবাদ


























