বন্দরনগরীর চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাপাতির কোপে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম আবদুল্লাহ আল মাহমুদ বাবু। গত শুক্রবার বিকেল ৪টার দিকে বায়েজিদ থানাধীন হিলভিউ আবাসিক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী এই প্রতিবেদককে জানান, শুনেছি সন্ত্রাসী বার্মা সুবজের নেতৃত্বে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন সন্ত্রাসীরা।এর আগে তারা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ও ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে ঘটনার একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে কামরুল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রবীন্দ্র তংচইঙ্গা এই প্রতিবেদককে জানান, চাপাতির কোপে আহত অবস্থায় আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামের এক যুবককে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, বায়েজিদের হিলভিউ আবাসিকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম করেন সন্ত্রাসী বার্মা সুবজের অনুসারীরা। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।























