গেল কয়েক দিন ধরে দিনাজপুরে ঠিক মতো দেখা মিলছে না সূর্যের। ক্রমেই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। সকাল গড়িয়ে বিকেল হলেও দেখা নেই সূর্যের। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো শীত পড়ছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে দিনাজপুরের উপর দিয়ে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার বাসিন্দাদের জনজীবন। আজ শনিবার (১৩ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য ছুটছেন পুরাতন জামা কাপড়ের দোকানে। উষ্ণ রাখার জন্য অনেকেই আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন। রাতের নিরাপত্তায় নিয়োজিত নৈশ প্রহরীদের যেন কষ্টের শেষ নেই।
কথা হলে নৈশ প্রহরী গফ্ফার আলী বলেন, যে বাতাস তাতে তো ঘরের মধ্যেই শীত লাগে। বাইরে থাকা টা অনেক কষ্ট। যে কাপড় আছে তাতে শীত মানে না। মার্কেটে পাহারা দিতে হয় সারারাত ধরে। মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখতে চেষ্টা করি। সংসার চালাতে হলে কষ্ট তো করতে হয়। শহরের হকার্স মার্কেটের পুরাতন জামা কাপড় বিক্রেতা আশরাফ আলী বলেন, দিনাজপুরে এবার শীত দেরিতে শুরু হয়েছে। তাই প্রথম দিকে বিক্রি কম হলেও তাপমাত্রা কমার সাথে সাথে বিক্রি বেশি হচ্ছে। সাধারণ মানুষেরাই এখানে বেশি আসে। যেহেতু এখানে তুলনামূলক কম দামে কাপড় পায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯জানুয়ারি) দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (১০ জানুয়ারি) ১১ দশমিক ৭ ডিগ্রি, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ১১ ডিগ্রি এবং শুক্রবার (১২ জানুয়ারি) ১০ ডিগ্রি এবং ১৩ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।




















