মাদারীপুরে ২০ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে শহরের কুকরাইল মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুর সদর, রাজৈর, ডাসার ও কালকিনিসহ ৪টি উপজেলায় প্রায় ২০ হাজার মানুষকে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মাদারীপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জালালউদ্দিন ইয়ামিন। এ সময় মাদারীপুর জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত হোসেন উজ্জল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























