আক্কাস আলী নামের (পরিচর্যক) ওই ধর্ষককে আটক করেছে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ। বুধবার রাতে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ট্রেনে কর্তব্যরত এক পরিচর্যকের (অ্যাটেনডেন্ট) বিরুদ্ধে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পুলিশ বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এ সময় ধর্ষক আক্কাস আলীকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পরিচর্যক আক্কাস আলী বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার বজলু গাজীর ছেলে।
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী সবুজ বাংলাকে জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলায়। শিশুটি জয়দেবপুর স্টেশন থেকে ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুল করে লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পরে। শিশুটি বসার আসন না পেয়ে কখনো দাঁড়িয়ে কখনো ফাঁকা জায়গায় বসে ভ্রমন করছিল । এ বিষয়টি ওই পরিচর্যক লক্ষ্য করে। ট্রেনটি সকালের দিকে গাইবান্ধার কাছাকাছি পৌঁছালে পরিচর্যক আক্কাস আলী মেয়েটিকে সিটে বসানোর কথা বলে একটা ফাঁকা কেবিনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে ট্রেনে টহলরত জিআরপি পুলিশ এসে কেবিনের দরজা খুলে তাকে উদ্ধার করে এবং ধর্ষক আক্কাস আলী কে আটক করে। এরপর ট্রেনটি লালমনিরহাট পৌঁছালে শিশুটিকে হাসপাতলে ভর্তি করিয়ে পুলিশ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় ধর্ষক আক্কাস আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অভিভাবকদের মোবাইল নম্বর বলতে না পারায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে।





















