চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. দানেশ মিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. দানেশ মিয়া সবুজ বাংলাকে বলেন, আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে গতবছরের ২০ ডিসেম্বর আমার পদ থেকে পদত্যাগ করেছি। তবে আমার পদত্যাগ পত্রটি অনুমোদন হয়েছে গত ১১ জানুয়ারি।
নতুন প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার সবুজ বাংলাকে বলেন, আমি শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছি। এর চিঠি আমি গত ১১ জানুয়ারি হাতে পেয়েছি।


























