টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ নার্গিস বেগম চেয়ারম্যান উপজেলা পরিষদ ভূঞাপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর হাসান ছোট মনির এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য টাংগাইল-২ (গোপালপুর – ভূঞাপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর, জনাব ফাহিমা বিনতে আখতার সহকারী কমিশনার ভূমি ভূঞাপুর, মোঃ মনিরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভূঞাপুর, মনিরুল ইসলাম বাবু ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ ভূঞাপুর, মোঃ আহসান উল্লাহ অফিসার ইনচার্জ ভূঞাপুর থানা, মোঃ মহীউদ্দীন প্রধান শিক্ষক ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, তাহমিনা আক্তার একাডেমিক সুপারভাইজার ভূঞাপুর। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

























