মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ জাহিদ কাজী (২২) নামে ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ রবিবার (২১ জানুয়ারি) বিকালে শিবচরের মাদবরের চর নপ্তিকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। জাহিদ কাজী ওরফে ইমামুল কাজী ওই এলাকার মোঃ ঠান্ডু কাজীর ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল এসআই শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে শিবচর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদবরের চর ইউনিয়নের নপ্তি কান্দি গ্রামের জাহিদ কাজী ওরফে ইমামুল কাজী (২২) তার বসতবাড়ির উঠান থেকে বিকেলে তিন কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়৷ এ বিষয়ে তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার সবুজ বাংলাকে জানান, ৩ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাজার বর্তমান বাজার মূল্য ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা এবং আদালতে চালান করা হয়েছে।






















