কুষ্টিয়ার দৌলতপুরে নাজমুল হোসেন নামে এক কৃষকের দেড় বিঘা জমির লাউগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গইড়িপাড়া কাজিমদ্দির বটতলা মাঠে এ ঘটনা ঘটেছে৷
কৃষক নাজমুল ওই গ্রামের মাহাতাব আলী সর্দারের ছেলে৷
ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল হোসেন জানান, গইড়িপাড়া বটতলা মাঠে দুইবিঘা জমিতে লাউগাছ লাগানো হয়। প্রতিটি লাউগাছে লাউ ধরতে শুরু করেছিল। রবিবার রাতে কে বা কারা শক্রতামূলকভাবে দেড় বিঘা জমির লাউগাছের গোড়া কেটে দিয়ে যায়। আজ (সোমবার) সকালে সবজি ক্ষেতে গিয়ে এমন অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এতে তার কমপক্ষে দুইলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
স/ম






















