বগুড়ায় জেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বগুড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজউদ্দিন ফুটবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আখতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা হজরত আলী।
এ সময় জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তাগণ উপস্থিত ছিলেন।
স/মিফা



















