বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। বন্দর থানার অফিসার ইনচার্জ এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, পাঁচজন আহতের মধ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান আছেন। তারা গুরুতরভাবে আহত হয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টায় আছি।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট সংলগ্ন দপদপিয়া ব্রিজের সংযোগ স্থলে এ দুর্ঘটনা ঘটে । ঢালে বড় বাক থাকায় অনিয়ন্ত্রিত গতির কারনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
প্রাথমিকভাবে জানা যায়, এসএম রাকিবুল আহসানের সাথে মাইক্রোবাসে থাকা আরো চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে এ্যাম্বুলেন্সে করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাসের ড্রাইভার বাসের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান।
স/মিফা























