মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২৭০০ শীতার্ত পরিবারের মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তার’ই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় ৮নং ফরাজীকান্দী ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান,ইউপি সদস্য আল মামুন প্রধান এর সভাপতিত্বে ও বাউশিয়া ইউপি সচিব মো:সুমন মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা খোকন প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী মমিন প্রধান,ওসমান প্রধানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিজানুর রহমান প্রধান সবুজ বাংলাকে জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র কম্বল বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে। রাজনৈতিক এবং ব্যক্তি জামেলার কারনে কম্বল বিতরন করতে একটু দেরি হয়েছে। চেয়ারম্যান থাকুক বা না থাকুক এ ভাবেই বাউশিয়া ইউনিয়ন বাসীর পাশে থাকতে চান।
তিনি জানান, আমি মিজান প্রধান কখনো ব্যক্তি স্বার্থে কিছু করিনি, যা করেছি আমার বাউশিয়া বাসীর কল্যাণে করেছি। সারাজীবন বাউশিয়া ইউনিয়নের জনগণের সেবা করে যাবো। ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৭০০ কম্বল বিতরন শুরু করলাম, প্রয়োজনে ব্যক্তিগত অর্থায়ন থেকে আরো বিতরণ করবো।
স/মিফা























