০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফ’র গুলিতে নিহত রফিউলের বাড়িতে শোক

লালমনিরহাট সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফ গুলিতে নিহত রফিউল ইসলাম টুকলু(৩৩)এর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
গত শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত ভোররাত ৪টায় বিএসএফ গুলিতে সে মারা যায়। রফিুউল ইসলাম টুকলু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল এর পুত্র।
৫১ বিজিবি সুত্র জানায় নিহত রফিউল ইসলাম টুকলু অবৈধভাবে ভারতের ১শত গজ অভ্যান্তরে কুচবিহার জেলার মেকলীগন্জ থানার ডাঙ্গাপাড়া এলাকার গেলে ৬নং বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পর টহল দল তাকে গুলি করে হত্যা করে।
লাশ রয়েছে ভারতীয় মেকলীগন্জ থানা পুলিশের হেফাজতে। এমন ঘটনায় টুকলুর পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
স/মিফা
জনপ্রিয় সংবাদ

বিএসএফ’র গুলিতে নিহত রফিউলের বাড়িতে শোক

আপডেট সময় : ০৭:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
লালমনিরহাট সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফ গুলিতে নিহত রফিউল ইসলাম টুকলু(৩৩)এর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
গত শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত ভোররাত ৪টায় বিএসএফ গুলিতে সে মারা যায়। রফিুউল ইসলাম টুকলু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল এর পুত্র।
৫১ বিজিবি সুত্র জানায় নিহত রফিউল ইসলাম টুকলু অবৈধভাবে ভারতের ১শত গজ অভ্যান্তরে কুচবিহার জেলার মেকলীগন্জ থানার ডাঙ্গাপাড়া এলাকার গেলে ৬নং বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পর টহল দল তাকে গুলি করে হত্যা করে।
লাশ রয়েছে ভারতীয় মেকলীগন্জ থানা পুলিশের হেফাজতে। এমন ঘটনায় টুকলুর পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
স/মিফা