কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট মাস্টার
পাড়া গ্রামের আব্দুল জলিল ও তার স্ত্রী দীর্ঘদিন ঢাকায় একটি গার্মেন্টস
কারখানায় চাকুরী করে অভিজ্ঞতার আলোকে নিজ বাড়িতে এসে গার্মেন্টস
কারখানা দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। আব্দুল জলিল ও তার স্ত্রী ঢাকা
গার্মেন্টসে চাকরি করতেন। দীর্ঘদিন চাকরি করার পর তারা বর্তমানে নিজের
বাড়িতেই পাচটি মেশিনে উলের সুতা দিয়ে ছুয়েডার তৈরি করে বাজারে
বিক্রি করছেন। আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন আমরা স্বামী স্ত্রী ঢাকায়
গার্মেন্টসে চাকরি করি, বর্তমানে আমার বাড়িতে পাচটি মেশিন দিয়ে
ছুয়েটার তৈরির কারখানা শুরু করেছি। আমার কারখানায় প্রায় ১০/১২ জন হত
দরিদ্র মহিলা শ্রমিক কাজ করে। শ্রমিকদের প্রতিদিনের মজুরি দিয়ে মাসে
প্রায় বিশ হাজার টাকা আয় করা সম্ভব। তিনি আরো বলেন, মেশিন আনতে
পারলে এখান থেকে সাবলম্বী হওয়ার আশা করছি। আব্দুল জলিলের স্ত্রী বলেন, আগে
ঢাকায় চাকুরী করতাম, চাকরি করতে ভালো লাগতো না। এখন নিজের কারখানায়
কাজ করতে ভালো লাগছে। টাকা পয়সার অভাবে মেশিন আনতে পারছি না। আরও
মেশিন আনতে পারলে বেশি আয় করা যাবে। এছাড়াও আরও এখানে ২০/৩০ জন
শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থা
থেকে আর্থিক সহযোগীতা পেলে আগামীতে বড় ধরনের কারখানা দিয়ে
এলকার বেকার যুবক যুবতিদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
সম্ভব হবে বলে তারা জানায়।
শিরোনাম
নাগেশ্বরীতে নিজ বাড়ীতে গার্মেন্টস কারখানা দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আব্দুল জলিল
-
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- ।
- 70
জনপ্রিয় সংবাদ






















