০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশ জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির গৌরবময় পথচলার ৪৯তম প্রতিষ্ঠা দিবস আজ

✅  উৎসব ঘিরে রয়েছে নানা আয়োজন

✅ নগরীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে চকোলেট বিতরণ

 

এবার ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এরইমধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে নানান উৎসবের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সবুজ বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।
তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবার ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে এরইমধ্যে দিনব্যাপী নানান উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে রাজধানীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে।
এডিসি কে এন রায় নিয়তি বলেন, ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ডিবি, সিটিটিসি ও ট্রাফিকসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।
এদিকে গতকাল বুধবার বিকালে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চকোলেট বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ আজ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। তিনি বলেন, আমরা দেখেছি কোভিডের সময় ছেলে তার মাকে হাসপাতালের বেডে ফেলে চলে গিয়েছে। পুলিশ সেই সময় মৃত মানুষদের দাফন-কাফন করেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন। পুলিশ যে জনগণের বন্ধু তারই প্রমাণ দিচ্ছে আমাদের পুলিশ বাহিনী। যখনই প্রয়োজন হয় তখনই দেখা যায় পুলিশ বাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে উপজীব্য করে নানা আনুষ্ঠানিকতায় আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪) রাজারবাগ পুলিশ লাইন্সে উদযাপিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠা দিবস। এই গৌরবময় পথচলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সার্বিক নিরাপত্তা বিধানে নগরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে বীর পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। দেশপ্রেমিক বাঙালি এবং অকুতোভয় বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের দীর্ঘ ৯ মাস সংগ্রামের মাধ্যমে রচিত হয় স্বাধীনতা অর্জনের কালজয়ী ইতিহাস। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, ‘স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগের এবং পুলিশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ জাতির পিতা স্বাধীন বাংলাদেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনিই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধুর হাত ধরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার প্রারম্ভিক পদক্ষেপ এবং কার্যক্রম গ্রহণ করা হয়। ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি ২৫ লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম ৫০টি থানায় বিস্তৃত হয়েছে। দীর্ঘ এ পথপরিক্রমায় আজ ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। প্রতিষ্ঠা দিবসের প্রথমে সকাল ১০টায় অভ্যর্থনা, সকাল ১০টা ০৫ মিনিটে অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ, সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন, ১০টা ৪০ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, পৌনে ১১টায় প্রতিষ্ঠা দিবসের কেক কাটা, ১০টা ৫৫ মিনিটে স্মরণিকা ‘আস্থা’র মোড়ক উন্মোচন, ১১টায় স্বাগত বক্তব্য, ১১টা ১০ মিনিটে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন, ১১টা ২০ মিনিটে বিশেষ অতিথি ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বক্তব্য রাখবেন। বেলা পৌনে ১২টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। এরপর দুপুর ১২টায় অতিথি আপ্যায়ন।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। তার সুযোগ্য নেতৃত্বে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার (অতি. ডিআইজি), ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ (এসপি) ৩৪ হাজার অফিসার ও ফোর্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ডিএমপির সার্ভিসসমূহ সহজীকরণ এবং দ্রুত স্মার্ট পুলিশিং সেবা প্রদানে বর্তমান কমিশনার মহোদয়ের সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার ফসল মেসেজ টু কমিশনার (গ২ঈ), যার মাধ্যমে ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকরা আইনি সেবা, পরামর্শ এবং অপরাধবিষয়ক তথ্য প্রদানের জন্য ০১৩২০-১০১০১০ অথবা ০১৩২০-২০২০২০ নম্বরে সরাসরি বার্তা প্রদান করতে পারেন। মহানগরীর সব নাগরিকের জন্য নিরাপদ, নির্ভয় ও নির্বিঘ্ন ঢাকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে ৮টি ক্রাইম বিভাগ এবং ৫০টি থানা। ২০২৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ দমন ও উদঘাটনে সর্বমোট ২৫ হাজার ৯০২টি মামলা রুজু করা হয়েছে। বর্তমান কমিশনারের উদ্যোগে ছিনতাই প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ‘ছিনতাই প্রতিরোধ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। ডিএমপি ক্রাইম বিভাগের মামলা মনিটরিং সেল ৫০টি থানা ৪৭৯টি জনগুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা আলোচনাপূর্বক নিষ্পত্তির প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৯৩৪টি পাবলিক পিটিশন প্রাপ্ত হয়ে প্রত্যেকটির উপর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও উদঘাটন ব্যবস্থা গড়ে তোলার নিমিত্তে ২৫ হাজার ৯০২টি মামলার সব তথ্য ঈউগঝ (ঈৎরসব উধঃধ গধহধমবসবহঃ ঝুংঃবস)-এ সন্নিবেশ করা হয়েছে। সবার জন্য সমান আইনি সেবা নিশ্চিতকল্পে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক থেকে ৪০ হাজার ১৮২ জনকে সেবা প্রদান তদারকি করা হয়েছে।

 

 

 

 

স/ম

জনপ্রিয় সংবাদ

পুলিশ জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির গৌরবময় পথচলার ৪৯তম প্রতিষ্ঠা দিবস আজ

আপডেট সময় : ০২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

✅  উৎসব ঘিরে রয়েছে নানা আয়োজন

✅ নগরীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে চকোলেট বিতরণ

 

এবার ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এরইমধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে নানান উৎসবের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সবুজ বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।
তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবার ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে এরইমধ্যে দিনব্যাপী নানান উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে রাজধানীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে।
এডিসি কে এন রায় নিয়তি বলেন, ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ডিবি, সিটিটিসি ও ট্রাফিকসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।
এদিকে গতকাল বুধবার বিকালে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চকোলেট বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ আজ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। তিনি বলেন, আমরা দেখেছি কোভিডের সময় ছেলে তার মাকে হাসপাতালের বেডে ফেলে চলে গিয়েছে। পুলিশ সেই সময় মৃত মানুষদের দাফন-কাফন করেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন। পুলিশ যে জনগণের বন্ধু তারই প্রমাণ দিচ্ছে আমাদের পুলিশ বাহিনী। যখনই প্রয়োজন হয় তখনই দেখা যায় পুলিশ বাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে উপজীব্য করে নানা আনুষ্ঠানিকতায় আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪) রাজারবাগ পুলিশ লাইন্সে উদযাপিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠা দিবস। এই গৌরবময় পথচলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সার্বিক নিরাপত্তা বিধানে নগরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে বীর পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। দেশপ্রেমিক বাঙালি এবং অকুতোভয় বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের দীর্ঘ ৯ মাস সংগ্রামের মাধ্যমে রচিত হয় স্বাধীনতা অর্জনের কালজয়ী ইতিহাস। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, ‘স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগের এবং পুলিশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ জাতির পিতা স্বাধীন বাংলাদেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনিই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধুর হাত ধরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার প্রারম্ভিক পদক্ষেপ এবং কার্যক্রম গ্রহণ করা হয়। ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি ২৫ লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম ৫০টি থানায় বিস্তৃত হয়েছে। দীর্ঘ এ পথপরিক্রমায় আজ ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। প্রতিষ্ঠা দিবসের প্রথমে সকাল ১০টায় অভ্যর্থনা, সকাল ১০টা ০৫ মিনিটে অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ, সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন, ১০টা ৪০ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, পৌনে ১১টায় প্রতিষ্ঠা দিবসের কেক কাটা, ১০টা ৫৫ মিনিটে স্মরণিকা ‘আস্থা’র মোড়ক উন্মোচন, ১১টায় স্বাগত বক্তব্য, ১১টা ১০ মিনিটে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন, ১১টা ২০ মিনিটে বিশেষ অতিথি ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বক্তব্য রাখবেন। বেলা পৌনে ১২টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। এরপর দুপুর ১২টায় অতিথি আপ্যায়ন।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। তার সুযোগ্য নেতৃত্বে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার (অতি. ডিআইজি), ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ (এসপি) ৩৪ হাজার অফিসার ও ফোর্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ডিএমপির সার্ভিসসমূহ সহজীকরণ এবং দ্রুত স্মার্ট পুলিশিং সেবা প্রদানে বর্তমান কমিশনার মহোদয়ের সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার ফসল মেসেজ টু কমিশনার (গ২ঈ), যার মাধ্যমে ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকরা আইনি সেবা, পরামর্শ এবং অপরাধবিষয়ক তথ্য প্রদানের জন্য ০১৩২০-১০১০১০ অথবা ০১৩২০-২০২০২০ নম্বরে সরাসরি বার্তা প্রদান করতে পারেন। মহানগরীর সব নাগরিকের জন্য নিরাপদ, নির্ভয় ও নির্বিঘ্ন ঢাকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে ৮টি ক্রাইম বিভাগ এবং ৫০টি থানা। ২০২৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ দমন ও উদঘাটনে সর্বমোট ২৫ হাজার ৯০২টি মামলা রুজু করা হয়েছে। বর্তমান কমিশনারের উদ্যোগে ছিনতাই প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ‘ছিনতাই প্রতিরোধ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। ডিএমপি ক্রাইম বিভাগের মামলা মনিটরিং সেল ৫০টি থানা ৪৭৯টি জনগুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা আলোচনাপূর্বক নিষ্পত্তির প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৯৩৪টি পাবলিক পিটিশন প্রাপ্ত হয়ে প্রত্যেকটির উপর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও উদঘাটন ব্যবস্থা গড়ে তোলার নিমিত্তে ২৫ হাজার ৯০২টি মামলার সব তথ্য ঈউগঝ (ঈৎরসব উধঃধ গধহধমবসবহঃ ঝুংঃবস)-এ সন্নিবেশ করা হয়েছে। সবার জন্য সমান আইনি সেবা নিশ্চিতকল্পে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক থেকে ৪০ হাজার ১৮২ জনকে সেবা প্রদান তদারকি করা হয়েছে।

 

 

 

 

স/ম