১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

ধর্ষনের প্রেক্ষিতে নেয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত সমূহের দ্রুত বাস্তবায়ন এবং বহিরাগত ও অছাত্র মুক্ত নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক বক্তব্য রাখেন।
 ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ধর্ষণের ঘটনায় আমরা লজ্জিত, সেদিন শুধু সেই নারী নয়, পুরো বিশ্ববিদ্যালয় ধর্ষিত হয়েছে। আমাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি মনে করি গণরুম সংস্কৃতি এর জন্য দায়ী। গণরুম না থাকলে রাজনীতি হবে না তাই তারা গণরুম তৈরি করে। গণরুম থেকে সন্ত্রাস বানায়। শিক্ষকদের হলে সিট বন্টনের দায়িত্ব নিতে হবে। ধর্ষক এবং আর সাথে যুক্ত সবার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মুখোশ ধারী শিক্ষক ও ছাত্রদের বিচারের আওতায় আনতে হবে।  সুষ্ঠ বিচার না হলে আমরা শিক্ষকরা গণ পদত্যাগ করবো।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. আমিনা খাতুন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করতে জানে। অধিকার ছিনিয়ে আনতে জানে। আমি চাই ধর্ষকের যৌন দণ্ড ছিন্ন করা হোক। আমাদের দৃষ্টিভঙ্গি পরবর্তন করতে হবে। ধর্ষিতার দিকে আঙুল না তুলে ধর্ষকের দিকে আঙুল তুলতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, এমন ঘটনায় আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। ধর্ষক ও তার সহযোগিদের রিমান্ডে নেওয়ায় আমরা সাধুবাদ জানাই। সাথে দাবিও জানাই যেনো প্রকৃত বিচার হয়। বিশ্ববিদ্যালয়ে মানুষ আসবে শিক্ষা ও গবেষণার জন্য।  আমরা আগে দেখেছি যে মীর মোশাররফ হোসেন হলে লেগুনা আটকানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো হস্তক্ষেপ করেন নি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যে কুলাঙ্গাররা নষ্ট করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এসময় মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
ধর্ষনের প্রেক্ষিতে নেয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত সমূহের দ্রুত বাস্তবায়ন এবং বহিরাগত ও অছাত্র মুক্ত নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক বক্তব্য রাখেন।
 ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ধর্ষণের ঘটনায় আমরা লজ্জিত, সেদিন শুধু সেই নারী নয়, পুরো বিশ্ববিদ্যালয় ধর্ষিত হয়েছে। আমাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি মনে করি গণরুম সংস্কৃতি এর জন্য দায়ী। গণরুম না থাকলে রাজনীতি হবে না তাই তারা গণরুম তৈরি করে। গণরুম থেকে সন্ত্রাস বানায়। শিক্ষকদের হলে সিট বন্টনের দায়িত্ব নিতে হবে। ধর্ষক এবং আর সাথে যুক্ত সবার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মুখোশ ধারী শিক্ষক ও ছাত্রদের বিচারের আওতায় আনতে হবে।  সুষ্ঠ বিচার না হলে আমরা শিক্ষকরা গণ পদত্যাগ করবো।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. আমিনা খাতুন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করতে জানে। অধিকার ছিনিয়ে আনতে জানে। আমি চাই ধর্ষকের যৌন দণ্ড ছিন্ন করা হোক। আমাদের দৃষ্টিভঙ্গি পরবর্তন করতে হবে। ধর্ষিতার দিকে আঙুল না তুলে ধর্ষকের দিকে আঙুল তুলতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, এমন ঘটনায় আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। ধর্ষক ও তার সহযোগিদের রিমান্ডে নেওয়ায় আমরা সাধুবাদ জানাই। সাথে দাবিও জানাই যেনো প্রকৃত বিচার হয়। বিশ্ববিদ্যালয়ে মানুষ আসবে শিক্ষা ও গবেষণার জন্য।  আমরা আগে দেখেছি যে মীর মোশাররফ হোসেন হলে লেগুনা আটকানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো হস্তক্ষেপ করেন নি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যে কুলাঙ্গাররা নষ্ট করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এসময় মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।