০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে গরু চুরির হিড়িক,আতঙ্কে কৃষক  

গাজীপুরের শ্রীপুরে গরু চুরির হিড়িক পড়েছে।এতে আতঙ্কে খামারীরা। উপজেলার গাজীপুর ইউনিয়নে এক  রাতে তিন  কৃষকের ৬টি  গরু চুরির ঘটনা ঘটেছে।বুধবার দিবাগত  রাতে উপজেলার ধনুয়া কাচারি পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।  একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন কৃষকরা। ধনুয়া কাচারি পাড়া গ্রামের কৃষক মাজম আলীর গাভী  তিনটি,একই গ্রামের আব্দুল মজিদের ২টি,সূর্যত আলীর একটি ষাড় গরু চুরি হয়েছে।কৃষকরা জানান, দুধের গাভি ও ষাড় বাছুর  চুরি হওয়ায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুরি বন্ধ না হলে আসন্ন মৌসুমে ফসল উৎপাদন বিঘ্নিত হবে।ধনুয়া কাচারি পাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মাজম আলী বলেন, প্রতিদিনের মতো বুধবার  রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রেখে যান। সকালে গোয়ালঘরে এসে দেখি  কোন গরু নেই।কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মজিদ  বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই সম্ভল ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি। গাজীপুর ইউনিয়ন পরিষদের  ৪ নং ওয়ার্ড সদস্য রুমাজুল ইসলাম বলেন, আমরা প্রশাসনকে গরু চোর চক্রকে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, গরু চুরির খবর পেয়েছি। এখনো এ  বিষয়ে  থানায় কোন অভিযোগ করে নাই।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সেই অভিযানে যাওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি

শ্রীপুরে গরু চুরির হিড়িক,আতঙ্কে কৃষক  

আপডেট সময় : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
গাজীপুরের শ্রীপুরে গরু চুরির হিড়িক পড়েছে।এতে আতঙ্কে খামারীরা। উপজেলার গাজীপুর ইউনিয়নে এক  রাতে তিন  কৃষকের ৬টি  গরু চুরির ঘটনা ঘটেছে।বুধবার দিবাগত  রাতে উপজেলার ধনুয়া কাচারি পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।  একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন কৃষকরা। ধনুয়া কাচারি পাড়া গ্রামের কৃষক মাজম আলীর গাভী  তিনটি,একই গ্রামের আব্দুল মজিদের ২টি,সূর্যত আলীর একটি ষাড় গরু চুরি হয়েছে।কৃষকরা জানান, দুধের গাভি ও ষাড় বাছুর  চুরি হওয়ায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুরি বন্ধ না হলে আসন্ন মৌসুমে ফসল উৎপাদন বিঘ্নিত হবে।ধনুয়া কাচারি পাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মাজম আলী বলেন, প্রতিদিনের মতো বুধবার  রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রেখে যান। সকালে গোয়ালঘরে এসে দেখি  কোন গরু নেই।কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মজিদ  বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই সম্ভল ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি। গাজীপুর ইউনিয়ন পরিষদের  ৪ নং ওয়ার্ড সদস্য রুমাজুল ইসলাম বলেন, আমরা প্রশাসনকে গরু চোর চক্রকে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, গরু চুরির খবর পেয়েছি। এখনো এ  বিষয়ে  থানায় কোন অভিযোগ করে নাই।