গাজীপুরের শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খন্ড বেড়াইদের চালা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকেে সিরাজ উদ্দীনের মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম।সে ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।নিহতের খালা কুলসুম আক্তার জানান, রাশেদুল মাদকাসক্ত ছিল। সে প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে আলাদা একটি কক্ষে শুয়ে পড়ে। রাত আড়াইটার দিকে রাশেদুলের মা ঘরের বাইরে গেলে রাশেদুলকে একটি মেহগনি গাছে ফাঁসরত অবস্থায় ঝুলে থাকতে দেখে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।