ঝালকাঠির কাঁঠালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানিজিং কমিটি/ গভর্নিং বডির সভাপতির সাথে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১(কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১(কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, খানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম, মো. মাহমুদ হোসেন রিপন, শহীদ রাজা ডিগ্রী কলেজের সভাপতি অধ্যাপক রুস্তুম আলী খান, পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান সিকদার, ম্যানিজিং কমিটির সভাপতি এডভোটে মো. এম এ জলিল, খোকন মাস্টার, অধ্যপক মো. সুলতান আহমেদ, অধ্যক্ষ ওবায়েদুল হক, প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম, মো. শামীম মাহমুদ, মো. শহিদুল ইসলাম, মো. নাসির উদ্দিন প্রমূখ।
সভায় প্রধান অতিথি সকল শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার মনোবাব ব্যক্ত করেন।

























