০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের থাইল্যান্ড ও নেপালে ইন্টার্নশিপ পোগ্রাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিভিএম ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের দেশের বাহিরে ইন্টার্নশিপ পোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গত ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পবিপ্রবিতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিন এর দশম সেমিস্টারে ইন্টার্নশিপ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হয়। তবে এ বছরই প্রথম দেশের বাহিরে (থাইল্যান্ড ও নেপাল) যাচ্ছে  দশম সেমিস্টারের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদেশে ইন্টার্নী এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং আগামী দিনে পার্শ্ববর্তী দেশ ভারতে ইন্টার্নীর জন্য কাজ করার জন্য  আশাবাদ ব্যক্ত করেছেন। বাজেট প্রণয়ন কমিটি যে সুপারিশ প্রেরণ করেছেন তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী ব্যাচগুলো যেন বাজেট পায় সেজন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে খোঁজখবর নিতে বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার  বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ডিভিএম ১৬ ব্যাচকে যারা সাহসী ভূমিকা নিয়ে উদ্যোগ নিয়েছে এবং সফলতার দ্বারপ্রান্তে তাদের হাত ধরে পরবর্তী ব্যাচগুলো এই সুযোগ পাবে৷

এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন ড. ফয়সল কবীর বলেন, আমি ডিভিএম ১৬ ব্যাচকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক সময় আমাকে বিরক্ত করেছে, কিন্তু তারা সফল হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশীপ শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, ২০২২ সালের জুন মাসে  প্রথম আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা বিদেশ যেতে চাই। এরপর পূর্ব কাজের অভিজ্ঞতা থাকায় অধ্যাপক অসিত কুমার পাল স্যারের সাথে আমরা আলোচনা করি এবং অধ্যাপক লালমুদ্দিন মোল্লা স্যারের মাধ্যমে  ডিন স্যারের কাছে দরখাস্ত করি আমাদের বিদেশে ইন্টার্নশীপ এবং টি/ ডিএ ভাতার জন্য কাজ শুরু করি। ভিসি স্যার মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ  আমরা করি ৷ আমাদের আশ্বস্ত করেন তিনি সব ব্যাবস্থা করে দিবেন। স্যারকে ধন্যবাদ জানাই তিনি গুরুত্ব সহকারে আমাদের দাবিটি দেখেছেন এবং কাজ করেছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে  আমরা সফলতার মুখ দেখেছি। দীর্ঘ এই পথচলায় আমাদের যেসব স্যারেরা আমাদের পথ দেখিয়েছেন এবং বিশেষ ধন্যবাদ জানাই অসিত কুমার পাল স্যারকে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিদেশে ইন্টার্নশীপ এর ব্যাবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ এই যাত্রার শুরু থেকে আমার পাশে আমার সকল বন্ধুদের পেয়েছি। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেছে, উদ্যোগ গ্রহণ করতে সাহস যুগিয়েছে। এই সফলতা পুরো ১৬ ব্যাচের। সব স্যারদের কাছে আমি আমার বন্ধুদের পক্ষ থেকে  দোয়া চাচ্ছি। যেন আমরা সফলভাবে বিদেশে ইন্টার্নী শেষ করতে পারি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানের উপস্থাপনা ও সমাপ্তি ঘোষণা করেন ইন্টার্নশীপ মনিটরিং কমিটির  সদস্য সচিব ড. লালমুদ্দিন মোল্লা।

স/মিফা

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের থাইল্যান্ড ও নেপালে ইন্টার্নশিপ পোগ্রাম

আপডেট সময় : ০৫:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিভিএম ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের দেশের বাহিরে ইন্টার্নশিপ পোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গত ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পবিপ্রবিতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিন এর দশম সেমিস্টারে ইন্টার্নশিপ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হয়। তবে এ বছরই প্রথম দেশের বাহিরে (থাইল্যান্ড ও নেপাল) যাচ্ছে  দশম সেমিস্টারের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদেশে ইন্টার্নী এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং আগামী দিনে পার্শ্ববর্তী দেশ ভারতে ইন্টার্নীর জন্য কাজ করার জন্য  আশাবাদ ব্যক্ত করেছেন। বাজেট প্রণয়ন কমিটি যে সুপারিশ প্রেরণ করেছেন তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী ব্যাচগুলো যেন বাজেট পায় সেজন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে খোঁজখবর নিতে বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার  বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ডিভিএম ১৬ ব্যাচকে যারা সাহসী ভূমিকা নিয়ে উদ্যোগ নিয়েছে এবং সফলতার দ্বারপ্রান্তে তাদের হাত ধরে পরবর্তী ব্যাচগুলো এই সুযোগ পাবে৷

এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন ড. ফয়সল কবীর বলেন, আমি ডিভিএম ১৬ ব্যাচকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক সময় আমাকে বিরক্ত করেছে, কিন্তু তারা সফল হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশীপ শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, ২০২২ সালের জুন মাসে  প্রথম আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা বিদেশ যেতে চাই। এরপর পূর্ব কাজের অভিজ্ঞতা থাকায় অধ্যাপক অসিত কুমার পাল স্যারের সাথে আমরা আলোচনা করি এবং অধ্যাপক লালমুদ্দিন মোল্লা স্যারের মাধ্যমে  ডিন স্যারের কাছে দরখাস্ত করি আমাদের বিদেশে ইন্টার্নশীপ এবং টি/ ডিএ ভাতার জন্য কাজ শুরু করি। ভিসি স্যার মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ  আমরা করি ৷ আমাদের আশ্বস্ত করেন তিনি সব ব্যাবস্থা করে দিবেন। স্যারকে ধন্যবাদ জানাই তিনি গুরুত্ব সহকারে আমাদের দাবিটি দেখেছেন এবং কাজ করেছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে  আমরা সফলতার মুখ দেখেছি। দীর্ঘ এই পথচলায় আমাদের যেসব স্যারেরা আমাদের পথ দেখিয়েছেন এবং বিশেষ ধন্যবাদ জানাই অসিত কুমার পাল স্যারকে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিদেশে ইন্টার্নশীপ এর ব্যাবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ এই যাত্রার শুরু থেকে আমার পাশে আমার সকল বন্ধুদের পেয়েছি। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেছে, উদ্যোগ গ্রহণ করতে সাহস যুগিয়েছে। এই সফলতা পুরো ১৬ ব্যাচের। সব স্যারদের কাছে আমি আমার বন্ধুদের পক্ষ থেকে  দোয়া চাচ্ছি। যেন আমরা সফলভাবে বিদেশে ইন্টার্নী শেষ করতে পারি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানের উপস্থাপনা ও সমাপ্তি ঘোষণা করেন ইন্টার্নশীপ মনিটরিং কমিটির  সদস্য সচিব ড. লালমুদ্দিন মোল্লা।

স/মিফা