বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্রুত ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের সেশনজট দূরীভূত করার লক্ষ্যে, বহিঃস্থ পরীক্ষকের পাশাপাশি ২য় পরীক্ষক হিসেবে অভ্যন্তরীণ শিক্ষক নিয়োগের ব্যাপারে পরিপত্র জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম একাডেমিক কাউন্সিলের ৪৫ (খ) নং আলোচ্যবিষয়ের সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৮২তম সভার (২৩ জানুয়ারি) অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্রুত ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের সেশনজট দূরীভূত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুল কাইউম জানান, আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি। সেশনজট শিক্ষার্থীদের জন্য অভিশাপ।আমরা চাই সেটা দূরীভূত করতে। সেজন্য উপাচার্য মহোদয়ের আন্তরিকতায় এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান শিক্ষক সমিতির এটি লিখিত দাবিও ছিলো যেটা বাস্তবায়ন হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে৷ শামীম আহসান নামের এক শিক্ষার্থী বলেন, মাননীয় উপাচার্য মহোদয় কে ধন্যবাদ জানাই, সেশনজট নিরসনে তিনি শুধু কথা দেননি বরং কথা রেখেছেন এবং বাস্তবিক পদক্ষেপ নিয়েছেন। তার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক।
অপরদিকে নাহিন রেজওয়ান নামের আরেক শিক্ষার্থী জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি হওয়ার আশংকা বাড়লো৷ পরীক্ষার খাতা মূল্যায়নে যে ভয়ংকর পক্ষপাতমূলক আচরণ আমরা দেখে থাকি, এই সিদ্ধান্তের পরে সেই নোংরামির চরম দৃষ্টান্ত দেখা যাবে। অন্য জায়গায় কার্যকরী হতে পারে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেলায় এটা খুবই ভুল সিদ্ধান্ত।
স/মিফা


























