০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হয়েছে চবি ‘এ ইউনিট’ ভর্তিপরীক্ষা, উপস্থিতির হার ৭৭ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ  ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়।

শনিবার (২রা মার্চ) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটের মধ্য দিয়ে চবি ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৭২৫৯ বা ৭৭.৬৩%
পরীক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন। এ ইউনিট’ ভর্তিপরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড.নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে
পরীক্ষার্থী বিবি কুলছুম বলেন, আমার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। আমি আশাবাদী আমার একটা সীট থাকবে। তবে প্রশ্ন মোটামুটি সহজ ছিল। যার কারণে আমার পক্ষে উত্তর করা সম্ভব হয়েছে।

সিলেট থেকে আগত ভর্তিযোদ্ধা প্রিয়তুূষ দাস বলেন, আমার পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছি। তবে আমার অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা বিষয় একটু খারাপ হয়েছে। বাংলা বিষয় পাশ করতে পারলে আশা করি আমার একটা সীট থাকবে।

জানতে চাইলে আরেকজন ভর্তিযোদ্ধা পুস্পিতা বলেন, আমার থেকে গত বছরের তুলনায় এই বছরের প্রশ্ন সহজ মনে হয়েছিল। নিজের মন মত পরীক্ষাটা দিতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আমি একটা সীট পাবো।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে।

নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার জানান, আমরা পরীক্ষার্থীদের কথা ভেবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, র‍্যাব, রোভার স্কাউট, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে আশা করি আমরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন করতে পারব।

জনপ্রিয় সংবাদ

অনুষ্ঠিত হয়েছে চবি ‘এ ইউনিট’ ভর্তিপরীক্ষা, উপস্থিতির হার ৭৭ শতাংশ

আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ  ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়।

শনিবার (২রা মার্চ) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটের মধ্য দিয়ে চবি ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৭২৫৯ বা ৭৭.৬৩%
পরীক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন। এ ইউনিট’ ভর্তিপরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড.নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে
পরীক্ষার্থী বিবি কুলছুম বলেন, আমার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। আমি আশাবাদী আমার একটা সীট থাকবে। তবে প্রশ্ন মোটামুটি সহজ ছিল। যার কারণে আমার পক্ষে উত্তর করা সম্ভব হয়েছে।

সিলেট থেকে আগত ভর্তিযোদ্ধা প্রিয়তুূষ দাস বলেন, আমার পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছি। তবে আমার অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা বিষয় একটু খারাপ হয়েছে। বাংলা বিষয় পাশ করতে পারলে আশা করি আমার একটা সীট থাকবে।

জানতে চাইলে আরেকজন ভর্তিযোদ্ধা পুস্পিতা বলেন, আমার থেকে গত বছরের তুলনায় এই বছরের প্রশ্ন সহজ মনে হয়েছিল। নিজের মন মত পরীক্ষাটা দিতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আমি একটা সীট পাবো।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে।

নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার জানান, আমরা পরীক্ষার্থীদের কথা ভেবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, র‍্যাব, রোভার স্কাউট, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে আশা করি আমরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন করতে পারব।