নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে অজ্ঞাত নামা এক নারীর (২২) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চর সৈয়দপুর এলাকার শান্তা পাম্পের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুালশ জানায়, সকালে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে এলাকাবাসী মরদেহ পড়ে থাকার সংবাদ দেয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যমরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, কম্বল পেঁচানো অবস্থায় এক নারীর লাশ আমরা উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটন ও হত্যাকারীদের সনাক্ত করে



















