হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত ও সাবেক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন এ কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় নতুনভাবে দায়িত্ব নিয়ে হাব সভাপতি বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে কাউকে দুর্নীতি অনিয়ম করতে দেয়া হবে না। নিজেও কোনো দুর্নীতি করবো না। হজ ব্যবস্থাপনার কল্যাণে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করবেন ততক্ষণ পর্যন্ত হাজীদের খাদেম হিসেবে সর্বদা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
হাব নির্বাচন বোর্ডের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুনরায় নির্বাচিত হাব মহাসচিব ফারুক আহমেদ সরদার, প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. ফারুক, সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, আটাবের সাবেক সভাপতি মনছুর আহমেদ কালাম, হাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে হাবের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হাব নির্বাচন বোর্ডের সভাপতি হাফিজুর রহমান গত ২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় হাব সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
শিরোনাম
হাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- । অনলাইন সংস্করন
- 479
জনপ্রিয় সংবাদ


























