গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি ইউরিনিট নামক একটি স্পিনিং কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিরোনাম
টাকা চাওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
-
গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- ।
- 70
জনপ্রিয় সংবাদ























