১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের গজারিয়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

 

 

মুন্সিগঞ্জের গজারিয়ায় জোহর নাজের সময় এক ইন্ডাস্ট্রিয়ালে ভয়াবহ অগ্নিকার্ড।গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে দুপুর আনুমানিক ১.২০ ঘটিকায় সুপারবোর্ড ইন্ডাস্ট্রিয়ালের ক্যামিকাল,প্লাস্টিকের দরজা,ও পাটজাত পণ্যের গুডাউন থেকে অগ্নিকার্ডের সূত্রপাত।তবে কি ভাবে লেগেছে তা জানা যায়নি। গজারিয়া ফায়ার স্টেশন টিম সহ ১ টি ইউনিট কাজ করছে সুপার ফরমিকান্ড লোমিনেশন লিমিটেড এর আগুন নিয়ন্ত্রণে।

 

প্রথম অবস্থায় পানি সংকটে কাজ করতে পারেনি ফায়ার স্টেশন টিম পর্বতীতে একাধিক টিম যুক্ত হলে পাম এর মাধ্যমে পানি ব্যবহার শুরু করে নদী থেকে।এ আগুন নিয়ন্ত্রণে কাজতে গিয়ে নিতে ফায়ার সার্ভিসের একাধিক টিমের সদস্য তাছাড়া সুপার বোড এর মালামাল অপসারণ ও ফায়ার সার্ভিস টিমের সদস্যের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজ করতে গিয়ে সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর অর্ধশত কর্মী আহত হয়েছে।

 

ফায়ার সার্ভিস টিম টানা ৭ঘন্টা কাজ করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তবে ৬ ঘন্টা পর সন্ধ্যায় বৃষ্টির নামলে অনেকটা ইআগুন কমে আসছে।এ অগ্নিকান্ডে প্রায় কয়েক কোটি টাকা ক্ষতি হবে বলে ধারনা করছে শ্রমিকরা।

 

শ্রমিক জানায়,এ অগ্নিকার্ডে সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর তিনটি গোডাউন এ আগুন লাগার পাশাপাশি নদীর পাড়ে পাট-খড়ি লাকড়ি বোর্ড বানানের কাঁচামালের ২টি মাঝারি আকারের ট্রলার(বোট)এ আগুন লাগার পড় ট্রলার দুটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।তাছাড়া ফেক্টরির অনেক উপকরণ নদীতে ফেলে দেয়া হয়।

 

সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর কিছু কর্মকর্তা কর্মচারী বৃষ্টির জন্য নামাজ পড়তে দাড়িয়েছে।যাতে বৃষ্টি আসলে এ আগুন নিয়ন্ত্রণে চলে আসে সে জন্য নামাজ পড়ে আল্লাহর নিকট মুনাজাতের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করছে বলে জানতে পারি।

 

গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাঁও এলাকার সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড নদীর পাড় হওয়াতে পাটের সোলার আগুন নদীতে ভাসতে ভাসতে পার্শবর্তী সোনারগাঁও উপজেলা মেঘনা এলাকার সামোদা বিদ্যুৎ কেন্দ্র (পাওয়ার প্লান্ট) এর নিকট নদীর তীরে আটকে আগুন জ্বলতে দেখাচচচ বলেন,ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিয়ন যোগদেবার আগ থেকেই আমাদের ৩৫টি পানির লাইন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শুরু থেকে।তাদের গোডাউন এর দিক থেকে আগুনের শিখা দেখতে পেয়ে তারা গিয়ে দেখতে পায় এ আগুন, তবে আগুনের সূত্রপত্র কি থেকে তারা জানেন না তারা।

 

আগুন নিয়ন্ত্রণে দেখা যায় ফায়ার সার্ভিসের রোবেটিক মেশিন সহ ভারি যন্ত্রপাতি সমন্বয়ে কাজ করেছে ফায়ার সার্ভিস। গজারিয়া থানায় অফিসার ইনচার্জচ রাজিব খান জানায়,দুপুর নামাজের পরপর খবর পাই,খবর পেয়েই আমরা ছুটে আসি।এসে আমাদের প্রশাসনের মাধ্যমে যতটুকু সহযোগীতা প্রয়োজন করেছি।

 

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইউনিট ঢাকা বিভাগ মো: ছালেহ্ জানান, আমরা ১ টা ১১ মিনিটে খবর পাই পরে ফয়ার স্টেশন গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তবে আগুন ভয়াবহতা দেখে অন্য অন্য স্টেশনের সাহায্য চাই পরে পর্যায় ক্রমে সোনারগাঁও, বন্দর, সিদ্দিক বাজার, ডেমরাসহ এই রকম ভিন্ন স্টেশন থেকে মোট ১২ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।তবে এ আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রনে আসতে সারা রাত্র লেগে যবে ধারনা করা হচ্ছে।

 

জানা যায় এ ঘটনার তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান কে প্রধান করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা জানায়।

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জের গজারিয়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

আপডেট সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

 

 

মুন্সিগঞ্জের গজারিয়ায় জোহর নাজের সময় এক ইন্ডাস্ট্রিয়ালে ভয়াবহ অগ্নিকার্ড।গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে দুপুর আনুমানিক ১.২০ ঘটিকায় সুপারবোর্ড ইন্ডাস্ট্রিয়ালের ক্যামিকাল,প্লাস্টিকের দরজা,ও পাটজাত পণ্যের গুডাউন থেকে অগ্নিকার্ডের সূত্রপাত।তবে কি ভাবে লেগেছে তা জানা যায়নি। গজারিয়া ফায়ার স্টেশন টিম সহ ১ টি ইউনিট কাজ করছে সুপার ফরমিকান্ড লোমিনেশন লিমিটেড এর আগুন নিয়ন্ত্রণে।

 

প্রথম অবস্থায় পানি সংকটে কাজ করতে পারেনি ফায়ার স্টেশন টিম পর্বতীতে একাধিক টিম যুক্ত হলে পাম এর মাধ্যমে পানি ব্যবহার শুরু করে নদী থেকে।এ আগুন নিয়ন্ত্রণে কাজতে গিয়ে নিতে ফায়ার সার্ভিসের একাধিক টিমের সদস্য তাছাড়া সুপার বোড এর মালামাল অপসারণ ও ফায়ার সার্ভিস টিমের সদস্যের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজ করতে গিয়ে সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর অর্ধশত কর্মী আহত হয়েছে।

 

ফায়ার সার্ভিস টিম টানা ৭ঘন্টা কাজ করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তবে ৬ ঘন্টা পর সন্ধ্যায় বৃষ্টির নামলে অনেকটা ইআগুন কমে আসছে।এ অগ্নিকান্ডে প্রায় কয়েক কোটি টাকা ক্ষতি হবে বলে ধারনা করছে শ্রমিকরা।

 

শ্রমিক জানায়,এ অগ্নিকার্ডে সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর তিনটি গোডাউন এ আগুন লাগার পাশাপাশি নদীর পাড়ে পাট-খড়ি লাকড়ি বোর্ড বানানের কাঁচামালের ২টি মাঝারি আকারের ট্রলার(বোট)এ আগুন লাগার পড় ট্রলার দুটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।তাছাড়া ফেক্টরির অনেক উপকরণ নদীতে ফেলে দেয়া হয়।

 

সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড এর কিছু কর্মকর্তা কর্মচারী বৃষ্টির জন্য নামাজ পড়তে দাড়িয়েছে।যাতে বৃষ্টি আসলে এ আগুন নিয়ন্ত্রণে চলে আসে সে জন্য নামাজ পড়ে আল্লাহর নিকট মুনাজাতের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করছে বলে জানতে পারি।

 

গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাঁও এলাকার সুপার ফরমিকা এন্ড লোমিনেশন লিমিটেড নদীর পাড় হওয়াতে পাটের সোলার আগুন নদীতে ভাসতে ভাসতে পার্শবর্তী সোনারগাঁও উপজেলা মেঘনা এলাকার সামোদা বিদ্যুৎ কেন্দ্র (পাওয়ার প্লান্ট) এর নিকট নদীর তীরে আটকে আগুন জ্বলতে দেখাচচচ বলেন,ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিয়ন যোগদেবার আগ থেকেই আমাদের ৩৫টি পানির লাইন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শুরু থেকে।তাদের গোডাউন এর দিক থেকে আগুনের শিখা দেখতে পেয়ে তারা গিয়ে দেখতে পায় এ আগুন, তবে আগুনের সূত্রপত্র কি থেকে তারা জানেন না তারা।

 

আগুন নিয়ন্ত্রণে দেখা যায় ফায়ার সার্ভিসের রোবেটিক মেশিন সহ ভারি যন্ত্রপাতি সমন্বয়ে কাজ করেছে ফায়ার সার্ভিস। গজারিয়া থানায় অফিসার ইনচার্জচ রাজিব খান জানায়,দুপুর নামাজের পরপর খবর পাই,খবর পেয়েই আমরা ছুটে আসি।এসে আমাদের প্রশাসনের মাধ্যমে যতটুকু সহযোগীতা প্রয়োজন করেছি।

 

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইউনিট ঢাকা বিভাগ মো: ছালেহ্ জানান, আমরা ১ টা ১১ মিনিটে খবর পাই পরে ফয়ার স্টেশন গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তবে আগুন ভয়াবহতা দেখে অন্য অন্য স্টেশনের সাহায্য চাই পরে পর্যায় ক্রমে সোনারগাঁও, বন্দর, সিদ্দিক বাজার, ডেমরাসহ এই রকম ভিন্ন স্টেশন থেকে মোট ১২ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।তবে এ আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রনে আসতে সারা রাত্র লেগে যবে ধারনা করা হচ্ছে।

 

জানা যায় এ ঘটনার তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান কে প্রধান করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা জানায়।