গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতি ৭১ এ পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষ করে বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী টুসি এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শকে মেনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।এ সময় প্রতিমন্ত্রী বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদের সংস্পর্শে আসলে বাবার কথা মনে হয়। অন্য কোনো জায়গার চেয়ে আমার আব্বার সঙ্গে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের সঙ্গে দেখা করাটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব বলে আমি মনে করছি। সেই উপলব্ধি থেকেই আজকে আপনাদের কাছে এসেছি, অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার পরও। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে টুসি বলেন, কোনো কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না। যারা মা-বাবা হারিয়েছেন, যারা শহিদ পরিবার, তাদেরও কোনো কিছু দিয়ে ক্ষতি পূরণ করতে পারবো না।তিনি আরও বলেন, আমার বাবা রহমত আলী বীর মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়ে গেছেন। সেই ট্রাস্টে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেবো। যাতে করে আপনাদের পরবর্তী প্রজন্ম এটার সুফল ভোগ করতে পারে।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহয়তা তুলে দেন এবং কল্যাণ ট্রাস্টে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. সামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান আনিস, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন সহ প্রমুখ।
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান
-
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- । অনলাইন
- 130
জনপ্রিয় সংবাদ

























