আজ (২৮ মার্চ) রোজ: বৃহস্পতিবার-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১নং ফুলবাড়ীয়া ও ৩নং বোয়ালী ইউনিয়নে শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, উপজেলা পরিষদ কর্তৃত বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এম.পি মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : গাজীপুর জেলা প্রশাসক জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: সেলিম আজাদ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ সর্বস্তেরের জনসাধারণ।
ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৩ হাজার টাকা এবং ১ বান্ডিল ঢেউটিন তুলেদেন মন্ত্রী মহোদয় ও জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্থ পরিবার এই আর্থিক সহযোগিতা পেয়ে ক্ষয়ক্ষতির কিছুটা লাগুব হয়েছে বলে তেমনটা আমাদের জানিয়েছেন।

























