ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং এনসিসি ব্যাংকের মধ্যে গবেষণা সহায়তাসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। গতকাল উপাচার্য লাউঞ্জে এ চুক্তি সই হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এনামুল হক এবং এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় পাটবিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগকে ৯৫ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেবে।


























