বান্দরবান জেলা থানচি বাজারে প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। বাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চতুর্দিকে গুলিবর্ষন করে। থানচি থানার দিকে গুলি করে করে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজারে গোলাগুলি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন।
তিনি জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচন্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সাথে পুলিশ ও বিজিবি’র প্রচন্ড গোলাগুলি চলছে।
থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, আজ রাত ৮টা থেকে দু’পক্ষে গুলাগুলি চলছে। এখন চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।

























