০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের মসজিদে রমজানের শেষ জুমায় মুসল্লিদের ঢল

বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজে মুসল্লির ঢল নামে। জুমার নামাজের আজানের অনেক আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন। জুমার নামাজে আগে আসাতে নেকি বেশী থাকায় পবিত্র রমজানের শেষ জুমায় প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়েো বেশী। ফরজ নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। জুমার খুৎবায় ইমাম ও খতিবগণ যাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন। মুসলমানদের পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান করেন। নামাজ শেষে দেশ জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদিঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজীর দেউড়ি জামে মসজিদ, চকবাজার ওলি খা জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদসহ মহানগরীর মসজিদগুলোতে ছিল মুসল্লির ভীড় দেখা গেছে। শিশু – কিশোরসহ সব বয়সি মানুষ একই কাতারবন্দি হয়ে শেষ জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ  মুসলিম জাতির শান্তি কামনা করে মোনাজাত ো দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

চট্টগ্রামের মসজিদে রমজানের শেষ জুমায় মুসল্লিদের ঢল

আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজে মুসল্লির ঢল নামে। জুমার নামাজের আজানের অনেক আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন। জুমার নামাজে আগে আসাতে নেকি বেশী থাকায় পবিত্র রমজানের শেষ জুমায় প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়েো বেশী। ফরজ নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। জুমার খুৎবায় ইমাম ও খতিবগণ যাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন। মুসলমানদের পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান করেন। নামাজ শেষে দেশ জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদিঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজীর দেউড়ি জামে মসজিদ, চকবাজার ওলি খা জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদসহ মহানগরীর মসজিদগুলোতে ছিল মুসল্লির ভীড় দেখা গেছে। শিশু – কিশোরসহ সব বয়সি মানুষ একই কাতারবন্দি হয়ে শেষ জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ  মুসলিম জাতির শান্তি কামনা করে মোনাজাত ো দোয়া করা হয়।