নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে সরকারি খালের মাটি বিক্রির মহা উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী মহলের আশীর্বাদ পুষ্ট হাকিমের নেতৃত্বে দিনে রাতে চলছে এই মাটির ব্যবসা।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য জানা যায়, রামনারায়নপুর ইউনিয়নের লোহারপোল থেকে ইটপুকুরিয়া পর্যন্ত সরকারি খালের মাটি খনন করে খালপাড় সংলগ্ন কৃষি জমিতে মাটি রাখা হয়। ঐ মাটিতে কৃষকেরা ধান সহ মৌসুমী ফল ও বিভিন্ন সবজি চাষ করে। কৃষকদের ফসল ও ফসলি জমি নষ্ট করে চলছে, হাকিম পিতা মৃত আবুল কাসেম, সাং দক্ষিণ রামনারায়ণপুর থানা চাটখিল, জেলা নোয়াখালী।
সরকারি খালের খননকৃত মাটি হরিলুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে। অথচ স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। অপরদিকে অবৈধ হাড্রোলিক গাড়ি দিয়ে মাটি পরিবহন করায় সরকারি সড়ক নষ্ট হচ্ছে।
ফসল, ফসলি জমি ও সরকারি সড়ক রক্ষায় স্থানীয় কৃষকদের পক্ষে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের আবদুর রশিদ প্রতিকার চেয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সরকারি সম্পদ রক্ষায় এবং কৃষকদের ক্ষতি রোধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
























