যশোরের মণিরামপুরে ইঁদুর দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো সাকিব হোসেন (২০) নামে এক যুবকের। মঙ্গলবার রাত ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব মণিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের মোশাররফ হোসেনের একমাত্র ছেলে।
স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে নারিকেল গাছের নিচে বসেছিলো সাকিব।তখন একটা ইঁদুর আসে। সে ওই ঈঁদুর দেখতে যায়। এ সময় ওই গর্ত থেকে সাপ এসে তার হাতের আঙ্গুলে কামড় দেয়। পরিবারের লোকজন সাকিবকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা সাকিবের শরীরে ভ্যাকসিন দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন। খুলনায় নেয়ার প্রস্তুতির সময় সাকিবের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বিষধর সাপের কামড়ে সাকিবের মৃত্যু হয়েছে।





















