টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২১ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী ও জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সম্পাদক মো. আব্দুল লতিফ। এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে নার্গিস বেগম, আমিরুল ইসলাম তালুকদার ও তাহেরুল ইসলাম তোতা স্থানীয় সংসদ সদস্যের অনুসারী। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ মহিলা) পদে উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী হয়েছেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ ) পদেও আওয়ামীলীগের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম। এছাড়া বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা ব্যতিত বাকি তিনজন প্রার্থী এমপির অনুসারী।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সাধারন সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা তিনজনই এমপির অনুসারী। এছাড়া মঞ্জুয়ারা নামের আরেকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জমা দেয়ার শেষ দিন ২১ এপ্রিল, বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ হবে।

























