নওগাঁয় ২কেজি ৬০০ গ্ৰাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব -৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, নওগাঁ জেলার মহাদেব পুর উপজেলার গোপাল কৃষ্ণ পুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪), ও একই উপজেলার সুলতান পুর গ্রামের মৃত মমতাজ এর ছেলে মোঃ আব্দুল আলীম (২১)।
বৃহস্পতিবার ( ২রা মে ) সকাল ১০.৫০মিনিটে র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১লা মে (বুধবার) বিকাল ৪.৩০ মিনিটে নওগাঁ জেলার মহাদেব পুর থানাধীন শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২কেজি ৬০০ গ্ৰাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আসামিদের বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে
























