ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল দিদার দিপু এর উদ্যোগে, মহান মে দিবস উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে বুধবার (১ মে) দুপুরে শহরের মদিনা মোড়ে রিকশা, অটো, ভ্যান, যাত্রী ও সাধারণ পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ করা হয়।
বিতরণ শেষে ফয়সাল দিদার দিপু জানান, তাপদাহে সড়কে সাধারণ মানুষ তৃষ্ণার্ত হয়ে পড়ছেন। আমি আমার পক্ষ্য থেকে পানির বোতল সরবরাহের উদ্যোগ নেই। যারই অংশ ৫’শ মানুষের মাঝে পানির বোতল বিতরণ করি। পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ কর্মসুচিকে সৈয়দপুরের সচেতন মানুষ ফয়সাল দিদার দিপুকে স্বাগত জানিয়েছেন।





















