রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা মে বুধবার মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথক র্যালি বের করে। দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই শ্লোগানে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
গঙ্গাচড়া শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা রফিকুল আলম বাচ্চা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুলআমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা ,গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আজিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জমিদার রহমান টাইগার, সমাজ সেবক ও ঠিকাদার, রেজাউল করিম সুরুজ, কামেল শেরাফী মাহবুব রাজিব,হাবিবা আক্তার সিমা প্রমুখ।




















