০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের

প্রতিবেশী দেশ আফগানিস্তান নিয়ে গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে গৃহবন্দি অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

 

গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের কাছে অকাট্য প্রমাণ আছে যে, তেহরিক-ই-তালেবান (টিটিপি) আফগানিস্তানকে আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। টিটিপি যে আফগান মাটিকে ব্যবহার করছে তার শক্ত প্রমাণ আছে… সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো আফগানিস্তান থেকেই হয়তো হয়েছে। সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করতে পাকিস্তান কোনো ছাড় দেবে না। আমাদের সেনাপ্রধান বলেছেন যে, পাকিস্তানে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। এছাড়া পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলায় চীনের ইঞ্জিনিয়ার হত্যার প্লট আফগানিস্তানের মাটিতে বসে পরিকল্পনা করা হয়েছে। আফগানিস্তানের সরকারকে এইসব বিষয়ে জানানো সত্ত্বেও টিটিপি সন্ত্রাসীরা পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

 

এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও অনেকটা তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা চৌকিতে এসব হামলা চালানো হচ্ছে। এসব হামলার বেশিরভাগই দায় স্বীকার করেছে টিটিপি।

 

এদিকে বুশরা বিবির পক্ষ থেকে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গৃহবন্দি অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার আইনজীবী নাঈম পানজুথা এ কথা বলেছেন।

 

রাষ্ট্রীয় উপহারসামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ইমরান-বুশরা দম্পতির ১৪ বছর করে কারাদণ্ড হয়। ইমরান কারাগারে থাকলেও বুশরাকে ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দি রাখা হয়েছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে তাকে বাড়িতেই বন্দি রাখার আদেশ দিয়েছিল দেশটির সরকার। গৃহবন্দি রাখার এ আদেশকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন বুশরা বিবি। বুশরা বিবির আইনজীবীরা তাকে কারাগারে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন। গতকাল আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।

 

 

পিটিআইর এক বিবৃতিতে বলা হয়, বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। ওই কারাগারেই আছেন ৭০ বছর বয়সি ইমরান খান। ইমরানের ইসলামাবাদের বাড়িটিকে সাব কারাগার ঘোষণা করা হয়েছিল। গৃহবন্দি অবস্থায় কর্তৃপক্ষ তাকে বিষ মেশানো খাবার দিচ্ছিল বলে অভিযোগ করেছিলেন বুশরা। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করেছে।

আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

প্রতিবেশী দেশ আফগানিস্তান নিয়ে গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে গৃহবন্দি অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

 

গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের কাছে অকাট্য প্রমাণ আছে যে, তেহরিক-ই-তালেবান (টিটিপি) আফগানিস্তানকে আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। টিটিপি যে আফগান মাটিকে ব্যবহার করছে তার শক্ত প্রমাণ আছে… সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো আফগানিস্তান থেকেই হয়তো হয়েছে। সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করতে পাকিস্তান কোনো ছাড় দেবে না। আমাদের সেনাপ্রধান বলেছেন যে, পাকিস্তানে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। এছাড়া পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলায় চীনের ইঞ্জিনিয়ার হত্যার প্লট আফগানিস্তানের মাটিতে বসে পরিকল্পনা করা হয়েছে। আফগানিস্তানের সরকারকে এইসব বিষয়ে জানানো সত্ত্বেও টিটিপি সন্ত্রাসীরা পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

 

এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও অনেকটা তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা চৌকিতে এসব হামলা চালানো হচ্ছে। এসব হামলার বেশিরভাগই দায় স্বীকার করেছে টিটিপি।

 

এদিকে বুশরা বিবির পক্ষ থেকে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গৃহবন্দি অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার আইনজীবী নাঈম পানজুথা এ কথা বলেছেন।

 

রাষ্ট্রীয় উপহারসামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ইমরান-বুশরা দম্পতির ১৪ বছর করে কারাদণ্ড হয়। ইমরান কারাগারে থাকলেও বুশরাকে ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দি রাখা হয়েছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে তাকে বাড়িতেই বন্দি রাখার আদেশ দিয়েছিল দেশটির সরকার। গৃহবন্দি রাখার এ আদেশকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন বুশরা বিবি। বুশরা বিবির আইনজীবীরা তাকে কারাগারে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন। গতকাল আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।

 

 

পিটিআইর এক বিবৃতিতে বলা হয়, বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। ওই কারাগারেই আছেন ৭০ বছর বয়সি ইমরান খান। ইমরানের ইসলামাবাদের বাড়িটিকে সাব কারাগার ঘোষণা করা হয়েছিল। গৃহবন্দি অবস্থায় কর্তৃপক্ষ তাকে বিষ মেশানো খাবার দিচ্ছিল বলে অভিযোগ করেছিলেন বুশরা। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করেছে।